আমরা অনেকেই জানি ফাংশন কি কাকে বলে। কিবোর্ডে F1 থেকে F12 পর্যন্ত ১২টি চাবি বা কি দেখা যায়, এগুলোকে বলা হয় ফাংশন কি। চলুন আজ জানা যাক এগুলোর কাজ সম্পর্কে:
ফাংশন কি-১( F1 )
কম্পিউটারে কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে সাহায্যের দরকার হয়। যেকোনো প্রোগ্রামের ক্ষেত্রে ফাংশন কি-১ চাপলেই স্বয়ংক্রিয়ভাবে ‘হেল্প’ অপশনটি চালু হবে।
ফাংশন কি-২( F2 )
কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করতে ফাংশন কি-২ ব্যবহার করা হয়।
ফাংশন কি-৩( F3 )
চালু থাকা অ্যাপ্লিকেশনের সার্চ ফিচার খুঁজে দেওয়ার কাজ হলো ফাংশন কি-৩ এর কাজ।
ফাংশন কি-৪( F4 )
কিবোর্ডের অল্টার কির সঙ্গে ফাংশন কি-৪ চাপলেই কম্পিউটারে চালু থাকা উইন্ডোটি বন্ধ হয়ে যাবে।
ফাংশন কি-৫( F5 )
ডেস্কটপ বা লেপটপকে রিফ্রেশ বা রিলোড করতে ফাংশন কি-৫ ব্যবহার করা হয়।
ফাংশন কি-৬( F6 )
ফাংশন কি-৬ চাপলে মাউসের কার্সরটি সরাসরি এড্রেস বারে পৌঁছে যায়।
ফাংশন কি-৭( F7 )
কম্পিউটারে লিখতে গিয়ে অনেক সময় বানান ভুল হয়,ব্যাকরণগত ভুল হয়।ফাংশন কি-৭ ব্যবহার করে এই সমস্যাগুলো সহজেই সমাধান করা যায়।
ফাংশন কি-৮( F8 )
কম্পিউটার চালু করার সময় ফাংশন কি-৮ এর মাধ্যমে বুট মেন্যুতে প্রবেশ করা যায়।
ফাংশন কি-৯( F9 )
ফাংশন কি-৯ এর কাজ ২টি। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেকে রিফ্রেশ করার জন্য এবং মাইক্রোসফট আউটলুকে ই-মেইল আদান-প্রদানের জন্যও ফাংশন কি-৯ব্যবহার করা হয়।
ফাংশন কি-১০( F10 )
কম্পিউটারে মেন্যুবার খোলার অন্যতম সহজ উপায় হচ্ছে ফাংশন কি-১০। কিবোর্ডের শিফট বাটন চেপে ফাংশন কি-১০ চাপলে মেন্যুবার খুলে যায়।
ফাংশন কি-১১( F11)
কম্পিউটার এর স্ক্রিনকে পূর্ণ পর্দায় রূপান্তরিত করতে ফাংশন কি-১১ চাপতে হয়।
ফাংশন কি-১২( F12 )
অভ্র সফটওয়্যারটি দ্রুত চালু করতে ফাংশন কি-১২ ব্যবহার করা হয় এবং কম্পিউটারের ‘সেভ অ্যাজ’ ডায়লগ বক্স চালু করতেও ফাংশন কি-১২ ব্যবহার করা হয়।