শীর্ষ ৫টি প্রযুক্তি কোম্পানী

করোনার প্রাদুর্ভাবে সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে অনেকটা ঘরবন্দি জীবনযাপন করছে মানুষ। এই সময়ে মানুষের অফিস, ক্লাস, বিনোদন থেকে শুরু করে যোগাযোগ প্রায় সব কাজেই ইন্টারনেট নির্ভরতা বেড়েছে। কভিড-১৯-এর প্রাদুর্ভাবের পর পোয়াবারো হয়েছে ইন্টারনেট নির্ভর বৈশ্বিক কোম্পানির। ব্যবসায়িক প্রবৃদ্ধিতে নতুন নতুন রেকর্ড গড়ছে প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকান টেক জায়ান্ট গুগল (যার মূল কোম্পানি অ্যালফাবেট), ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন কিংবা অ্যাপলের। কোম্পানিগুলো প্রকাশিত তাদের সর্বশেষ (চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত) আর্থিক প্রতিবেদনে তা স্পষ্ট হয়ে উঠেছে।

গত বছরের একই সময়ের তুলনায় দেখা যাচ্ছে, গুগলের প্রবৃদ্ধি হয়েছে ১৬৬ শতাংশ, ফেসবুকের ১০১ শতাংশ, অ্যাপলের ৯৩ শতাংশ, অ্যামাজনের ৪৯ শতাংশ এবং মাইক্রোসফটের ৪৭ শতাংশ। এ সময়ে অ্যাপল মুনাফা করেছে দুই হাজার ১৭০ কোটি ডলার, গুগলের মুনাফা এক হাজার ৮৫০ কোটি ডলার, মাইক্রোসফটের এক হাজার ৬৫০ কোটি ডলার, ফেসবুকের এক হাজার ৪০ কোটি ডলার এবং অ্যামাজনের ৭৮০ কোটি ডলার।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন