১১ আগস্ট ব্যতিক্রমধর্মী দুটি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং। স্মার্টফোন দুটির বিশেষত্ব হলো এগুলোর মাঝখানে ভাঁজ করা যায়।
ফাইভ জি নেটওয়ার্কের স্মার্টফোন দুটির প্রায় ফিচার প্রায় কাছাকাছি। তবে জেড ফ্লিপ৩-এর আকার স্বাভাবিক স্মার্টফোনের মতোই, কেবল মাঝখানে ফ্লিপ সুবিধার কারণে ভাঁজ (উপরে-নিচে) করা যায়। অন্যদিকে গ্যালাক্সি ফোল্ড ৩’র ফোল্ডটা পাশাপাশি অংশে। ফোল্ড খুলে দিলে স্মার্টফোনটির আকার ট্যাবের মতো হয়ে যায়।
স্মার্টফোন দুটির আরেকটি বড় বিশেষত্ব হচ্ছে- এগুলো ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্ট বা পানি ও ধুলো রোধী। আন্তর্জাতিক বাজারে গ্যালাক্সি ফোল্ড ৩-এর দাম ১৭৯৯ ডলার আর গ্যালাক্সি জেড ফ্লি৩-এর দাম ৯৯৯ ডলার।
এক নজরে গ্যালাক্সি ফোল্ড ৩ বনাম গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ : ১. অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ১১ / অ্যান্ড্রয়েড ১১ ২. প্রসেসর : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ / কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৩. র্যাম : ১২ গিগাবাইট / ৮ গিগাবাইট ৪. স্টোরেজ : ২৫৬ কিংবা ৫১২ গিগাবাইট / ১২৮ কিংবা ২৫৬ গিগাবাইট ৫. মূল স্ক্রিন : ৭.৬ ইঞ্চি / ৬.৭ ইঞ্চি ৬. কভার স্ক্রিন : ৬.২ ইঞ্চি (এইচডি, অ্যামোলেড) / ১.৯ ইঞ্চি (সুপার অ্যামোলেড) ৭. মূল ক্যামেরা : ১২ মেগা পিক্সেল (ডুয়েল) / ১২ মেগা পিক্সেল (ডুয়েল) ৮. কভার/সেল্ফি ক্যামেরা : ১০ মেগা পিক্সেল / ১০ মেগা পিক্সেল ৯. আন্ডার ডিসপ্লে ক্যামেরা : ৪ মেগা পিক্সেল / নেই ১০. ব্যাটারি : ৪,৪০০ মিলি অ্যাম্পায়ার / ৩,০০০ মিলি অ্যাম্পায়ার ১১. ওয়াটার রেসিস্ট্যান্স : আইপিএক্স৮ / আইপিএক্স৮ ১২. বায়োমেট্রিক : ক্যাপাসিটিভ ফিঙ্গার সেন্সর / ক্যাপাসিটিভ ফিঙ্গার সেন্সর ১৩. নেটওয়ার্কিং : এলটিই, ৫জি / এলটিই, ৫জি ১৪. ওজন : ২৭১ গ্রাম / ১৮৩ গ্রাম