ফেইসবুক দেশে জুলাই মাসের আয়ে ভ্যাট দিয়েছে ২ কোটি ৬৫ লাখ টাকা

জাতীয় রাজস্ব বোর্ডের কাছে সরাসরি ২ কোটি ৬৫ লাখ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) দিয়েছে ফেইসবুক। ভ্যাট নিবন্ধন নেয়ার পর এটা স্যোশ্যাল মিডিয়াটির দ্বিতীয় ভ্যাট দেয়া। ২০২১ সালের জুলাই মাসের ভ্যাট হিসেবে ফেইসবুক এই অর্থ পরিশোধ করেছে।

পরিশোধিত ভ্যাটের মধ্যে রয়েছে, ফেইসবুক আয়ারল্যান্ড লিমিটেডের নামে ২ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৬৪৩ টাকা, ফেইসবুক পেমেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ১৬ হাজার ৭৮৫ টাকা এবং ফেইসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেডের নামে ২ হাজার ২৯৪ টাকা ।

এনবিআর জানায়, বিদেশী প্রতিষ্ঠান হিসেবে তিন নামে ভ্যাট নিবন্ধন নিয়েছিলো ফেইসবুক। চলতি বছরের ১৩ জুন ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে ভ্যাট নিবন্ধন নেয় ফেইসবুক। এরপর প্রথমবারের মত সরাসরি প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) দিয়েছে ফেইসবুক। যা ছিলো জুন মাসের আয়ের উপর ভ্যাট।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন