ফেইসবুক নিজেদের নির্বাচন কমিশন তৈরির কথা ‘ভাবছে’

বুধবার সংশ্লিষ্ট পাঁচ সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটি বলছে, রাজনৈতিক বিজ্ঞাপন ও সেগুলোর কার্যকারিতা এবং নির্বাচন সম্পর্কিত ‍ভুল তথ্য থেকে সৃষ্ট উদ্বেগের মতো বিষয়ে সিদ্ধান্ত নেবে ফেইসবুকের ওই প্রস্তাবিত কাঠামো।

এ কমিশনের ঘোষণা ফেইসবুকের এ শরতেই দিতে পারে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তাদের ভাষ্যে, যুক্তরাষ্ট্রের ২০২২ সালের মধ্যবর্তীকালীন নির্বাচনকে সামনে রেখে কাজটি করছে সামাজিক মাধ্যমটি। তবে, ফেইসবুক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন