ফিফা সকার হোক বা লুডু স্মার্টফোনে গেমস খেলার সময় ডিভাইসটি হ্যাং বা দ্রুত ব্যাটারির চার্জ ফুরালে কিংবা গরম হয়ে গেলে গেমিংয়ের মজাটা আর থাকে না। এই সমস্যাগুলো হতে মুক্তি দিতে স্মার্টফোন গেমিংয়ে একটি অত্যাধুনিক প্রযুক্তি হলো মাল্টি টারবো ফিচার। স্মার্টফোনকে হ্যাং হওয়া থেকে বাঁচাতে এবং অনেক সফটওয়্যারের চাপ থাকা স্বত্ত্বেও দ্রুতগতির করতে কাজ করে মাল্টি টারবো ফিচার। এছাড়া এই ফিচারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো স্মার্টফোন ব্যবহারকারীর গেমিং অভিজ্ঞতাকে আরও বাধাহীন করা।
মাল্টি টারবো ফিচারের মধ্যে রয়েছে গেইম টারবো, সেন্টার টারবো এবং আর্ট++ টারবো ফিচার। গেইম টারবো ফিচারটি পাবজিসহ জনপ্রিয় যেসব গেইম, যেগুলো অনেক সময় ধরে খেলতে হয়, সেগুলো খেলতে সহায়তা করে।
সেন্টার টারবো ফিচারটি সিপিইউ এবং ইন্টারনাল স্টোরেজকে প্রাধান্য দেয়, যাতে স্মার্টফোনের সকল কাজের চাপ সামলে ডিভাইস গেইমের মাঝখানে হ্যাং হয় না। ফলে গেমিং আরও আনন্দদায়ক হয়। আর স্মার্টফোনের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যারগুলোর মধ্যে সমন্বয়ের কাজটি করে আর্ট++ টারবো।
তরুণদের গেমিং চাহিদাকে প্রাধান্য দিয়ে বাজারে মাল্টি টারবো ফিচার সম্বলিত বেশ কয়েকটি স্মার্টফোন এনেছে ভিভো।
ভিভো ভি২১ এবং ভি২১ই: এই স্মার্টফোন দু’টিতেই মাল্টি টারবো ফিচার সংযোজন করা হয়েছে। সম্প্রতি ভি২১ সিরিজের অংশ হিসেবে স্মার্টফোন দু’টি বাজারে আনে ভিভো। স্মার্টফোন দু’টির র্যাম ৮ জিবি ও রম ১২৮ জিবি। এদের ব্যাটারি সক্ষমতা ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার। তাই গেইম খেলতে যথেষ্ট পরিমাণে স্টোরেজ ও ব্যাটারি ব্যাকআপ সুবিধাও পাবেন স্মার্টফোন দু’টির ব্যবহারকারীরা।
ভি২১ এর বাজারমূল্য ৩২ হাজার ৯৯০ টাকা এবং ভি২১ই এর বাজারমূল্য ২৬ হাজার ৯৯০ টাকা।
ওয়াই১২এস, ওয়াই২০ (২০২১), ওয়াই২০জি, ওয়াই৫১, ওয়াই৫৩এস: ভিভো ওয়াই সিরিজের এই পাঁচটি ফোনেও যুক্ত হয়েছে মাল্টি টারবো ফিচার। বাজেট স্মার্টফোন হিসেবে রয়েছে ওয়াই১২এস এবং ওয়াই২০ (২০২১)।
স্মার্টফোন দু’টির মূল্য ১১ হাজার ৯৯০ টাকা এবং ১৩ হাজার ৯৯০ টাকা। স্মার্টফোন দু’টির র্যাম ও রম সক্ষমতা যথাক্রমে ৩/৩২ জিবি এবং ৪/৬৪ জিবি। বাজেট ফোন হলেও ব্যাটারি সুবিধায় এগিয়ে রয়েছে ওয়াই১২এস, ওয়াই২০ (২০২১)। এদের ব্যাটারি সক্ষমতা ৫০০০ এমএএইচ।
ভিভো ওয়াই২০জি ফোনের র্যাম ও রম ৬/১২৮ জিবি এবং ব্যাটারি ৫০০০ এমএএইচ। এটি একটি মিডরেঞ্জের স্মার্টফোন; যার মূল্য ১৭,৯৯০ টাকা। মাল্টি টারবো ফিচার সমৃদ্ধ আরো একটি মিডরেঞ্জের স্মার্টফোন ভিভো ওয়াই৫১। ৮/১২৮ র্যাম ও রমের এই স্মার্টফোনটিতেও ৫০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত করা হয়েছে। ভিভো ওয়াই৫১ এর মূল্য ১৯ হাজার ৯৯০ টাকা।
ওয়াই সিরিজের মধ্যে সবচেয়ে নতুন স্মার্টফোন ওয়াই৫৩এস, যাতে ৫০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি ৮/১২৮ জিবি র্যাম ও রম রয়েছে। ওয়াই৫৩এস এর মূল্য ২২ হাজার ৯৯০ টাকা। প্রয়োজনে ১ টেরাবাইট পর্যন্তও এক্সটেন্ড করা যাবে ওয়াই৫৩এস এর স্টোরেজ।
ভিভো এক্স৬০প্রো: দেশে ভিভো’র একমাত্র হাইএন্ড প্রো লেভেলের স্মার্টফোন এক্স৬০প্রো। স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে চমৎকার উদ্ভাবনের জন্য ইতোমধ্যেই দেশে তাক লাগিয়েছে ভিভো এক্স৬০প্রো। মাল্টি টারবো ফিচারের সঙ্গে এতে ১২/২৫৬ জিবি র্যাম-রম রয়েছে। আরো রয়েছে ৪২০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জ, ব্যবহারকারীদের গেমিং অভিজ্ঞতাকে আরও চমকপ্রদ করবে।