ডিজিটাল প্রযুক্তি বদলে দেবে দেশের চাষাবাদ

ডিজিটাল প্রযুক্তির বদৌলতে দেশের চাষাবাদ পদ্ধতি বদলে যাবে বলে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, নতুন প্রযুক্তি উপযোগী শিক্ষা না হলে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকা যাবে না। নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে শনিবার এ কথা বলেন মন্ত্রী ।

ঢাকা হতে হাওরে ভার্চুয়াল প্রোগ্রাম করা অভাবনীয় একটি বিষয় উল্লেখ করে তিনি বলেন, ভৈরব বাজার থেকে উত্তরে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃর্ণ হাওর এলাকার জীবনযাপন আর দেশের অন্য এলাকার জীবনযাপন এক নয় । বর্ষায় সাগর এবং হেমন্তে প্রান্তর হয়ে যায় এলাকাটি।

মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে গত ১২ বছরে এখানকার জীবন ধারা পাল্টে গেছে । হাওর থেকে এখন আইসিটি কোম্পানি পরিচালিত হচ্ছে। ‘ধর্মপাশার ৫ মাইল দূরের একটি গ্রাম থেকে পৃথিবীর ২১টি দেশের আউটসোর্সিং এর কাজ করে দিচ্ছে। সেখানে এখন ৪৮ জন প্রোগ্রামার কাজ করছে’ উল্লেখ করেন তিনি।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন