সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্রদ্রোহিতা, পর্নগ্রাফি ও বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী উপাত্ত প্রচার না করতে ফেইসবুকের প্রতি আহবান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেইসবুক প্রতিনিধির এক ভার্চুয়াল বৈঠকে এই আহবান জানান তিনি। এতে ফেইসবুক সব রকম সহযোগিতা করবে বলে জানিয়েছে। বৈঠকে ফেইসবুকের বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি সাবহানাজ রশীদ দিয়া অংশ নেন।
মোস্তাফা জব্বার বলেন, দেশ ও বিদেশ হতে রাষ্ট্রীয়, সামাজিক এবং ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান বিঘ্নিতকর মিথ্যা, গুজব বা অপপ্রচারমূলক উপাত্ত প্রচার ঠেকাতে ফেইসবুককে বলা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের আইন, আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং নিয়মনীতি রয়েছে। সেই আইন মোতাবেক ফেইসবুককে কনটেন্ট এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।