মিডিয়াকমের সঙ্গে চুক্তি সই টফির

টফি অ্যাপ ব্যবহার করে একজন দর্শক মুঠোফোনে টিভি দেখার অভিজ্ঞতা পাবেন। কারণ টফিতে ১০০টির বেশি টিভি চ্যানেল রয়েছে। লাইভ টিভির পাশাপাশি দেশ-বিদেশের টিভি সিরিজ, নাটক, সিনেমা, টেলিফিল্ম, গান, লাইভ খেলাসহ নানা ধরনের অনুষ্ঠান বাংলাদেশের যেকোনো জায়গা থেকে, যেকোনো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিনা মূল্যে দেখতে পারবেন। আবার কনটেন্ট বানিয়ে টফি অ্যাপে আপলোড করে কনটেন্ট নির্মাতারা অর্থও উপার্জন করতে পারবেন।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন