৭ দিনে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিবন্ধন ছাড়া অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিল চেয়ারম্যানকে এটি বাস্তবায়ন করতে বলা হয়েছে। হাইকোর্টের আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে এ বিষয়ে তাদের প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

এ সংক্রান্ত সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট বিষয়ে এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশিদা চৌধুরী নীলু ও জারিন রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

গত ১৬ আগস্ট এ সংক্রান্ত রিট আবেদনে আদালত রুলসহ আদেশ দেন। সে রিটেই সম্পূরক আবেদনে অনিবন্ধিত, অনুমোদিত নিউজ পোর্টাল বন্ধের আরজি জানান আইনজীবী রাশিদা চৌধুরী নীলু ও জারিন রহমান। অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু গণমাধ্যমকে জানান, নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা তারা আদালতে দিয়েছেন। এখন নিবন্ধনের আবেদনে থাকা নিউজ পোর্টালগুলোর বিষয়ে বিবাদীরা আদালতকে জানাবেন।

এছাড়া তথ্য মন্ত্রণালয় নিবন্ধনের আবেদনে থাকা নিউজ পোর্টালগুলোর তালিকা বিটিআরসিকে দিতে পারে। পরে বিটিআরসি তা আদালতে দিতে পারে। অথবা এই নিউজ পোর্টালগুলোর প্রতিনিধিরা আদালতে নিবন্ধনের আবেদনের প্রমাণ দেখাতে পারেন।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন