কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিউজ বুলেটিনের ফিচার নিয়ে কাজ করছে। প্লাটফর্মটিতে চালু করা হচ্ছে বুলেটিন নিউজ ফিচার। এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের লাইভ অডিওর সঙ্গে বুলেটিন নিউজ ফিচারও যুক্ত হবে। এর মাধ্যমে অডিও লাইভ করার সময় কনটেন্ট নির্মাতারা লোগো, প্রতিষ্ঠানের নাম, কালার প্যালেটসহ বিভিন্ন বিষয় যুক্ত করতে পারবেন। মাল্টিমিডিয়া এমবেড ও অন্যান্য স্টাইলিংয়ের সুবিধাও রাখা হচ্ছে নতুন ফিচারে। তবে এর জন্য কনটেন্ট নির্মাতাদের কাছে কোনো চার্জ নেওয়া হবে না। ফিচারটিতে ভিডিও কনটেন্ট নির্মাতারা সাবস্ক্রিপশন মূল্যের পুরোটুকুই পাবেন।

মার্ক জুকারবার্গ বলেন, স্বাধীন কনটেন্ট নির্মাতা, লোকাল গ্রুপ ও পেইজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই কারণে আমরা কনটেন্ট নির্মাতাদের সহায়তা করার চেষ্টা করছি। নতুন এ ফিচার স্বাধীন কনটেন্ট নির্মাতাদের জন্য এক ধরনের আশীর্বাদ। এর মাধ্যমে তাদের কনটেন্ট যেমন আকর্ষণীয় হবে, তেমনি মুনাফা অর্জনও বেশি হবে।

বন্ধ করতে কীবোর্ড থেকে ESC চাপুন